পৃথিবীর কোন কিছুই এমনি এমনি সৃষ্টি হয় না, প্রত্যেক সৃষ্টির মধ্যে কোন না কোন রহস্য লুকিয়ে থাকে। বুদ্ধি হওয়ার পর থেকে এলাকায় কিছু একটা করার ইচ্ছা থেকেই প্রথমে আমার মরহুম পিতা এবং আমার গর্ভধারিনী মায়ের নামে “আয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করি।প্রতিষ্ঠার পর থেকে এলাকার লোকজন খুবই আনন্দিত ও উপকৃত হয়। অত্র অঞ্চলের শিক্ষার প্রয়াস পটানোর জন্য মানুষের আগ্রহের কথা চিন্তা করে মোয়াজনগর আজিম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভূমি দান করি এবং অত্র অঞ্চলের শিক্ষা বিস্তারের ভূমিকা রাখার চেষ্টা করি । এলাকার শিক্ষার হার ক্রমান্বয়ে বাড়াতে থাকে। ফলে মানুষের জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠানগুলো বিশেষ ভূমিকা রাখে। এই ধারাবাহিকতায় আমার অত্যন্ত স্নেহভাজন ও আস্থার প্রতীক প্রিয় ছোট ভাই হাকিম আলী ও আমার নামে গড়ে তুলি আজিজ হাকিম স্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর কিছু করার আগ্রহ ও ক্ষুধা আরো বেশি বেড়ে যায়। এই স্বল্প হায়াতের জীবনে আরো কিছু জনসম্পৃক্ত কাজ করার ইচ্ছা থাকে পারিবারিক সদস্যদের সম্পৃক্ততায় গড়ে তোলা হয় আয়ুব বিবি ট্রাস্ট। এই আয়ুব বিবি ট্রাস্টের মাধ্যমে শিক্ষা, চিকিৎসা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র শহর অঞ্চলের জন্য জনহিতকর সব কাজ করার ইচ্ছা পোষণ করি।ইচ্ছা আছে এই অঞ্চলের জনসেবামূলক আরো প্রতিষ্ঠান গড়ে তুলে এলাকার বৃহত্তর জনগোষ্ঠীকে তাকে সম্পৃক্ত করে তাদের জন্য রুজি-রুটির ব্যবস্থা করা। আয়ুব বিবি ট্রাস্টের মাধ্যমে অত্র এলাকার জনসাধারণ উপকৃত হবে এই প্রত্যাশা করি। ভবিষ্যতে আজিজ হাকিম স্কুলের লেখাপড়ার মান উন্নয়নে আরো নতুন ভবন নির্মাণ, সুদক্ষ শিক্ষক নিয়োগ, আধুনিক উপকরণ সম্বলিত বিজ্ঞানাগার নির্মাণ ও আয়ুব বিবি ট্রাস্টের মাধ্যমে সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটালাইজড করার উদ্যোগ নেওয়া হবে। শিক্ষা প্রসারে ভূমিকা রাখার জন্য সকলের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।