• শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ
  • ০১৮২৩৫২৭৩৯০
  • azimhakimschool@yahoo.com
২০ জুলাই
ব্রীজঘাট
০৩:০০ PM

26 March Program

আগে পাড়ায় কোনো অনুষ্ঠান হলে যারা যে অনুষ্ঠান আয়োজনে পাকা, তাদের ডাক পড়ত। যুগ বদলেছে, এখন ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মের হাতেই অনুষ্ঠানের দায়িত্ব দিয়ে নির্ভার থাকেন লোকজন। গায়ে হলুদ, বৌভাত, বিবাহবার্ষিকী, জন্মদিন, কনসার্ট, ডিজে পার্টি, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, সিম্পোজিয়াম, করপোরেট অনুষ্ঠান, মেলা, প্রদর্শনী, ফ্যাশন শো, সমাবর্তন, পিকনিক, অফিশিয়াল মিটিংসহ ছোট-বড় সব ধরনের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পাদনের কাজটি করেন তারা।
 

কাজ কী : অনুষ্ঠানের সব ব্যবস্থাপনা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করাই হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট। ভেন্যু নির্বাচন, খাবার, পরিবহন, ক্যাটারিং, সাউন্ড সিস্টেম, লাইটিং, পোস্টারিং, ব্যানার, ফুল, মিডিয়া কভারেজ, বিজ্ঞাপন, আমন্ত্রণপত্র ছাপানো, আমন্ত্রণ জানানো, ডেকোরেশন, অতিথিদের অভ্যর্থনা জানানো, অনুষ্ঠান উপস্থাপনাসহ সব বিষয় নিখুঁতভাবে আয়োজন করে থাকে ইভেন্ট ম্যানেজম্যান্ট ফার্ম। ধরুন আপনার পরিবারে একটি বিয়ের অনুষ্ঠান হবে, এর জন্য কমিউনিটি সেন্টারের সঙ্গে কন্ট্রাক্ট করা, গাড়ি ভাড়া করা, ডেকোরেশন, আপ্যায়ন, কার্ড ছাপানো প্রভৃতি কাজ আপনাকে করতে হবে; কিন্তু এসব কাজের পেছনে খুব বেশি সময় বের করা আপনার পক্ষে সম্ভব নয়। তাই আপনার এ কাজগুলোর দায়িত্ব দিতে পারেন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কাছে।

চাহিদা বাড়ছে : বর্তমানে ঢাকার বাইরেও বেশকিছু ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম গড়ে উঠেছে। আর এসব প্রতিষ্ঠানের মোট বিলের ৫০ শতাংশ টাকা অগ্রিম পরিশোধ করতে হয় এবং অবশিষ্ট টাকা অনুষ্ঠান শেষ হওয়ার পর পরিশোধ করতে হয়। নতুনত্ব, সৃজনশীলতা, সচেতনভাবে গ্রাহকের চাহিদা ও বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মগুলো কাজ করে থাকে।